জনতার চট্টগ্রাম ডেক্স ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা গত ১৫ জুলাই বদলীর আদেশ পেয়ে ১৭ জুলাই ইপিজেড থেকে বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়ে ছিলেন মীর নুরুল হুদা। দায়িত্ব নেয়ার দুই দিনের মাথায় আবারও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর নুরুল হুদাকে ১৯ জুলাই হঠ্যাৎ করে শিল্প পুলিশে বদলী করা হয়। সিএমপি সুত্রে জানাযায় বন্দর থানার ওসি নুরুল হুদার বদলীর আদেশটি এসেছে পুলিশ সদর দপ্তর থেকে। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে সিএমপি কমিশনার মাহবুবর রহমান জানিয়েছেন ‘পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো আদেশে ওসি বন্দরকে শিল্প পুলিশে বদলি করা হয়েছে। বর্তমানে বন্দর থানায় আপাতত কাউকে পদায়ন করা না হলেও শিগগিরই করা হবে বলে জানিয়েছন সিএমপি কমিশনার৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।