৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় কাউন্সিলর প্রার্থী আবদুল বারেক কোম্পানির বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ৩০ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় পতেঙ্গা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগ,স্বাধীনতা নারী শক্তি, যবুলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায়। মিছিলটি স্টিলমিল বাজার থেকে কাটগড় আজিজ উদ্যাণ দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দলীয় কাউন্সিলর প্রার্থী আবদুল বারেকের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা বিএনপির প্রার্থীকে নির্বাচিত করতে মরিয়া। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আবদুল বারেকের সুনাম ক্ষুন্ন করার জন্য উঠে পরে লেগেছে এই কুচক্রী মহল। বক্তারা আরও বলেন, আবদুল বারেক বিগত সময়ে কাউন্সিলর থাকা অবস্থায় সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ, জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। তিনি পুনরায় ক্ষমতায় আসলে তারা মাদক, জুয়া ও দখলদারির রাজত্ব কায়েম করতে পারবেনা। এটা জেনেই তারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দলীয় কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন অপবাদ ছড়াচ্ছে। আগামী ২৭ জানুয়ারি ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবে পতেঙ্গার জনগণ।

প্রতিবাদ সভায় দোষীদের দল থেকে বহিস্কার করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।