মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়-এই প্রতিপাদ্য নিয়ে নগীর ৩৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-মধ্যম হালিশহর আদর্শপাড়া হাকিম সফর মনজিলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম এ মান্নান সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ আবুল হাসেম,আবু তাহের, আমিন সদ্দার, সালাউদ্দিন মোঃকাউছার আলম, হালিমা হাকিম এবাদত খানার পেশ ঈমাম মৌলানা মোঃ সালাউদ্দিন, জামাল উদ্দিন, মাহবুব জাকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ভারটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নুর বলেন,মানবতার কল্যাণে আমাদের সবাই কে যার যার অবস্থান থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। সমাজের অবহেলিত ও পিছিয়ে পরা মানুষগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি আমরাও যদি এগিয়ে আসতে পারি তাহলে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

চট্টগ্রাম ১১ আসনের বন্দর-পতেঙ্গা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় ভারটেক্স গ্রুপের কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।