তাণ্ডবলীলা চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও চট্টগ্রাম নগরের পতেঙ্গা আকমল আলী রোডের বেড়িবাঁধের উপকূলীয় এলাকার জেলেপল্লীতে রেখে গেছে তার ক্ষত বিক্ষত চিহ্ন।
২৭ মে বিকাল সাড়ে তিন টায় ৭ থেকে ৮ ফুট উচ্চতায় জোয়ারের পানিতে বিধ্বস্ত হয়েছে এখানকার প্রায় ৭০ থেকে ৮০ টি কাঁচা ঘরবাড়ি। উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।
রেমালের প্রভাবে উপকূল জুড়ে এখনো চলছে ঝড়ো বৃষ্টির সঙ্গে থেমে থেমে দমকা হাওয়া। ফলে ক্ষতিগ্রস্ত মানুষ পুনরুদ্ধার করতে পারেনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র।
জানাগেছ এখানে ১ হাজার টাকায় বাসাভাড়া নিয়ে এ জেলেপল্লীতে বসবাস করতো প্রায় ২ শতাধিক জেলে পরিবারের একহাজার মানুষ।
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে এখানে স্বপ্নীল মডেল একাডেমি স্কুল,জগন্নাথ মন্দির ও দোকানপাঠসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্বপ্নীল মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
গতকাল রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক। সরজমিনে আকমল আলী রোডের জেলেপল্লী পরিদর্শন করে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানান।
সচেতনতার কারণে জানমালের ক্ষয়ক্ষতি না হলে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়।