বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় ২০ আগস্ট বিশ্ব মশক দিবসে ডেঙ্গুর সচেতনতায় রেড ক্রিসেন্টের পরিচালনায় ১০ দিন ব্যাপী কার্যক্রম সচেতনতা মূলক র‍্যালির, লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে উদ্বোধন হয়।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী।

নগরীর ৪ নং চান্দঁগাও এবং ৬ নং পূর্ব ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজ সভাপতিত্বে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার সঞ্চালনায় উপস্থিত ছিলেন চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এসরারুল হক, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর  এম আশরাফুল আলম, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান অত্র ওয়ার্ড সমূহের গণমান্য ব্যক্তিবর্গ।


সিটি মেয়র বলেন, ডেঙ্গু রোধে সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে প্রতিরোধ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে যেভাবে কোভিড মহামারী মোকাবেলা করেছি এভাবেই এই ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হবো।  রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা যেই সচেতনতা মূলক কার্যক্রমের উদ্যােগ গ্রহণ করেছে তার মাধ্যমে আমরা সচেতনতা তৈরিতে বিশাল অবদান রাখতে সক্ষম হবো।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ২০ আগস্ট থেকে আগামী ১০ দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।