চট্টগ্রামের ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গত রোববার (২৫জুন) সকালে ইপিজেড থানার নারিকেলতলা রেইনবো কমিউনিটি সেন্টারে সম্মেলনের অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের স্বাক্ষরিত তিন বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের পর তালিকা প্রকাশ করা হয়।
এসময় হাজী মো. সুলতান নাছির উদ্দিনকে ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি ও মো. সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়।
এতে ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এম ডি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. হোসেন আহমদকে স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক পদে মনোনীত করা হয়।