দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা শেষে মৎস্য আহরণ বিষয়ক এক আলোচনা সভা উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবি সমবায় সমিতির উদ্যোগে ১৭ জুন বিকেল ৪ টায় মুসলিমাবাদ জেলেপাড়া কালী মন্দির প্রাঙ্গণে সংগঠনের সদস্য সুরেশ দাশের সভাপতিত্বে এবং লাল মোহন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ।
প্রধান অতিথি বক্তব্যে সোনা বাবু জল দাশ বলেন, সংগঠনের সকল সদস্যদের নিয়ে আমরা ঐক্যবন্ধভাবে জেলে সম্প্রদায়ে জীবনযাত্রার মান উন্নয়নসহ আমাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করে যাব। নানা সমস্যায় জর্জরিত আমরা। আমাদের জেলে পাড়ায় ১৭শ’ মানুষের জন্য নেই কোনো শ্মশান,নেই সার্বজনীন বড় কোনো মন্দির, ছোট-বড় কিছু মন্দির থাকলেও তা অবহেলিত। জেলে পল্লীগুলোতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গভীর সমুদ্রে যোগাযোগের জন্য ডিভাইসের ব্যবহার,অসহায় হত দরিদ্র জেলেদের ঋণ দানের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা ও জেলে পরিবারের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বলে সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমাদের জেলে সম্প্রদায়ে যে কোনো সমস্যা সমাধানে মৎস্য অধিদপ্তর সবসময় আন্তরিক।
এসময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন দাশ,সাধারণ সম্পাদক শ্যামল দাশ,সহ- সাধারণ সম্পাদক বীরেন্দ্র দাশ,অর্থ সম্পাদক শ্রীধাম,সদস্য রসমোহন,হিরন,শ্যামল,পান্না দাশ,অতুল,সুজন,ধর্মচরন, বাপ্পী,শিবঙ্কর,রানা দাশ,চন্দন দাশ,নির্মল দাশ,শিমুল দাশ প্রমুখ।