জিইএম কোম্পানির লিমিটেডের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা ৪ নভেম্বর সকাল ১১ টায় পতেঙ্গায় নুর শপিং সেন্টারে মহিলা কমিশনারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (জিইএম কোং)’র অবসরপ্রাপ্ত ও মৃত শ্রমিকদের পাওনা আদায়ের ১৫ দিনের আল্টিমেটাম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন। ১৬১ জন অবসরপ্রাপ্ত শ্রমিকদের ৭ বছরের পাওনা টাকার মধ্যে ২০ কোটি ৫৭ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে ৫০ জন শ্রমিক মারা গেছেন। পাওনা টাকার দাবিতে আগামী ৯ ও ১১ নভেম্বর জিইএম কোং অফিস ঘেরাও কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হবে। অবসরপ্রাপ্ত শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও আমরা বিভিন্ন দপ্তরে স্মারক লিপি জমা দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন জিইএম কোম্পানির লিমিটেডের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষে আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খান,সদস্য সচিব
মো. মুজিবুল হক , ক্যাশিয়ার মো. আব্দুল মাবুদ, দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, সদস্য মো. কামাল উদ্দিন আহাৎ, মো.নূর মোহাম্মদ, মো. ফসিউল আলম মো. খুরশিদ আলম, মো. আকতার উদ্দিন, সুকুমার শীল,মো.নুরুন্নবী,মো.আবুল খায়ের মো. একেএম তাহেরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।