সারাদেশে জামায়েত-বিএনপি’র নৈরাজ্য, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গত১০ ডিসেম্বর সকাল থেকেই নগরীর বড়পোল মোড় বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে।
যুবলীগ নেতা মনিরুল হকের সভাপতিত্বে ও সাজিবুল ইসলাম সজীবের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে মিছিলটি পোর্টকানেকটিং রোড, এক্সেস রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ।
এসয় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন,সেকান্দর আযম,নায়েবুল ইসলাম ফটিক,
আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু,নূরনবী পারভেজ,রঞ্জিত কুমার শীল,মোঃ ইমতিয়াজ বাবলা,
সালাউদ্দিন বাবর,ফরহাদ আব্দুল্লাহ,মোঃ ইসমাঈল,
মাকসুদুল আলম জিকু,সাজ্জাদ আলী জুয়েল,মোঃ সালাউদ্দিন,সোহেল রানা,কাজী মোঃ আরিফ,আব্দুল জব্বার জনি,জহির রায়হান,মোঃ দিদার,সারোয়ার আলম,মারুফুল ইসলাম মারু,যুবায়ের হোসেন অভি
মোঃ মিজান,মনিরুল হক,মোঃ শরীফ,মোঃ এমরান
রতন কান্তি দাশ মোঃ কায়সার,রমজান আলী,মোঃ হানিফ,আবু নাছের জুয়েল,মাহামুদুর রহমান বাপ্পি, কিরন,সাইফুল,আলী নুর রুবেল,মামুন ভুঁইয়া,তানভীর বিন হাসান,মোমিনুল হক মাসুম,মোঃনজরুলটিপু, জুয়েল,মনির,শোয়েব মোঃ আরমান,নুর এলাহি সানি,মোঃ আরাফাত,মোঃ রাসেদ,মোঃ জাবেদ,মোঃ মাকসুদুর রহমান,জাবেদ খান জুয়েল জর্জ, মোঃ সোহেল,জাহিদুল আলম আলো,মোঃ মাসুম,রুবেল খান,আলাউদ্দিন সোহেল,হৃদয় কুমার দাশ
আজাদ খান,সৈয়দ হোসেন,আবদুল মুমিন রাজু,আব্দুল্লাহ্ আল মামুন,তানজিম উদ্দিন,মোঃ রাজু,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম
আবিদ হাসান,ইফতেখার উদ্দিন ইফতি,মোঃ ফিরোজ আলম,কৌশিক রায়,নুর ইসলাম রিয়াদ,মোঃ ওমর ফারুক,মাঈনুল হাসান সোহান, মোঃনবী, ইফতি, সাকিব,আরাফাত জিম,রাজা শাহ্ প্রমুখ।
সমাবেশে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন,২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে সারাদেশে আওয়ামী লীগের ওপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়। এমনকি নৌকা মার্কায় ভোট দেওয়ায় অনেকের হাত-পা কেটে নেওয়া হয়। আবারও তারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এ স্বপ্ন তাদের আর পূরণ হবে না।