চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ফুটপাতে ও বস্তিতে বসবাসরত অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে জামাল খান ওয়েল ফেয়ার সোসাইটি। প্রতিদিন গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অসহায়-দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
মহানগর ছাত্রলীগের কার্যকরী সদস্য শিবু দাশ গুপ্ত এবং ব্ল্যাক এগ্রোফার্মার পরিচালক মো. তাহামিদ ফাইয়াজ’র সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ কর্মসূচির কার্যক্রম চলমান।
মহানগর ছাত্রলীগ নেতা শিবু দাশ গুপ্ত জানান, জামাল খান ওয়েল ফেয়ার সোসাইটি’র পক্ষ থেকে প্রায় ১ হাজার কম্বল বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যদি আরো কম্বল প্রয়োজন হয় তাও বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ ধরে এ কর্মসূচি চলবে ।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগ নেতা মো. তাসিম, মো. সাদ্দাম,সৌরভ দাশ জুয়েল,শীমান্ত মিত্র,তাহিম প্রমুখ।