
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর সংসদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চকবাজারস্থ নিজস্ব কার্যালয়ে শনিবার সকালে শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-সমবায় সম্পাদক তরুণ আ’লীগ নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। আলোচনা সভায় তিনি বলেন, হাজার বছরের বাঙালির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালি জাতির জনক ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা-এই তিনটি শব্দ একসূত্রে গাঁথা। বঙ্গবন্ধু যে মহান উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তা যথার্থভাবে পূরণ করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, ৪২ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম শাহিন, ১৯ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এম আর ইয়াসিন, সাবেক ছাত্রলীগ নেতা অসীম বনিক, ইউনিট আ’লীগ নেতা মমিনুল আলম, ৪২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, চকবাজার থানা শ্রমিকলীগের সভাপতি মো. শাহ আলম, যুবলীগ নেতা কায়েস, জাহেদ, ছাত্রলীগ নেতা মোবারক বাবু, সজীব, ইমন প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।