জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ২০২০” উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা গাছ রোপনের অংশ হিসেবে জাতীয় যুব সংসদ বাংলাদেশ রামু উপজেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়ারিয়ানালা হাসপাতাল গেইট সংলগ্ন মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া বিকাল তিনটায় অফিসেরচর এলাকায় শতাধিক ফলজ-বনজ এবং ঔষধিগাছের চারা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জসিম উদ্দিন, জোয়ারিয়ানালা মাছুমিয়া ইসলামিয়া ছুন্নিয়া মাদ্রাসার সুপার এসএম আবরারুল হক, পরিচালক শফি উল্লাহ, জাতীয় যুব সংসদ রামু উপজেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ সরওয়ার, সহ সভাপতি সোয়েব সাঈদ ও জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ বিন জামাল, সাংগঠনিক সম্পাদক মো. ফাওয়াজ, সহ সাংগঠনিক সম্পাদক আরমান সিকদার, উপ-দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমূখ।

Found 0 results

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।