নগরীর ইপিজেড সড়ক মোড়ে শুক্রবার (২২ অক্টোবর) সকালে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’- স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বন্দর শাখা। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীর ইপিজেড সড়ক মোড়ে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সোলতানা। এসময় উপস্থিত ছিলেন এসি ট্রাফ্রিক (বন্দর) মিজানুর রহমান, টিআই প্রশাস (বন্দর) রেজাউল করিম খান, টিআই ইপিজেড সেলিমুর রহমান, টিআই সল্টগোলা, টিআই কর্ণফুলী, টিআই বন্দর, টিআই পতেঙ্গা সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে শাকিলা সোলতানা বলেন, সড়ককে নিরাপদ করতে এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।