জাগো হিন্দু পরিষদ চান্দগাঁও থানার উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর চান্দগাঁও থানার মধ্যম মোহরায় কে.এস পার্ক কমিউনিটি সেন্টারে চান্দগাঁও থানার কার্যকরী পরিষদ ২০২২ ও ২০২৪ এর অভিষেক অনুষ্ঠান এবং দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
চান্দগাঁও থানার নবগঠিত কমিটির সভাপতি মিটু নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শুভ শীলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টা মিলন শর্মা।
প্রধান বক্তা ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক টিটু শীল।
বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক লিটু সূত্র ধর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অমিত পারিয়েল, চান্দগাঁও থানার উপদেষ্টা বিশ্বজিৎ পাল, পিয়াল শর্মা, সৈকত বসু, রাজিব দে, জাগো হিন্দু পরিষদ পাহাড়তলী শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি নাথ, রাংগুনিয়া শাখার সদস্য সবুজ নাথ সহ চান্দগাঁও থানার সদস্যবৃন্দ।