পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র-যুব ঐক্য পরিষদ ৪নং চান্দগাঁও ওয়ার্ড চট্রগ্রাম মহানগর এর উদ্যোগে যুবনেতা মোঃ সাজ্জাদ আলী’র ব্যবস্হাপনায় শনিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় আমানত শাহ দরগাহ প্রাঙ্গণে তানজিমুল মুসলীমিন এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে ইফতার বিতরণ করেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো মহামারি করোনার প্রভাবে এই পবিত্র রমজান মাসে যে যার জায়গা থেকে এইসব এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় তিনি করোনা রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।