কাপ্তাই বরইছড়ি এলাকার পাহাড়ে চোলাই মদ তৈরি করে নগরের বিভিন্ন জায়গায় এনে বিক্রি করতেন তারা।মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টায় পুলিশের হাতে ধরা খেলেন ৬০ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক কারবারি। তাদের আটক করে জেলে পাঠিয়েছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃতরা হলেন- পাইনু মারমা, উয়ইন মারমা, শৈয়াচিং মারমা, হাসান বাবুল।

জানা গেছে, কাপ্তাই এলাকার বরইছড়ি, চন্দ্রগোনাসহ বিভিন্ন এলাকার পাহাড়ি ঘরে মদ তৈরি করে তা নগরে এনে বিক্রি করতেন তারা। সকালে নগরে সিএনজি অটোরিকশাযোগে পাচারের সময় ৬০ লিটার মদসহ এক বাঙালি ও তিন পাহাড়িকে আটক করে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ। এ সময় মদ পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

এ বিষয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। নগরে সিএনজি অটোরিকশাযোগে পাচারের সময় ৬০ লিটার মদসহ একজন বাঙালি ও তিন পাহাড়িকে আটক করা হয়েছে। পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।