নিজস্ব প্রতিবেদক
মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকার কেএমএল বিল্ডিংয়ের নিচতলা থেকে অভিনব কায়দায় চুরি হয়ে যাওয়া চোরাইকৃত মোটরসাইকেলসহ মোস্তাফিজুর রহমান (২৪) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) বায়েজিদ ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ। মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম জেলার সাতকানিয়া আমিলাইশ দক্ষিণ পাড়া এলাকার হাজী আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ছুটিতে এসে শখের বশত একটি মোটরসাইকেল ক্রয় করেন। ছুটি শেষে তাঁর শিপে যোগদানের ডাক আসলে মোটরসাইকেলটি বিক্রি করে দেওয়ার জন্য CTG BIKE SELL BAZAR & DISCUSS নামে গ্রুপে পোস্ট করেন। পরে পোস্টে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মোটরসাইকেলটি ক্রয় করার কথা বলে দেখতে আসে আটককৃত ব্যক্তি। পরে ওই ব্যক্তি মোটরসাইকেলটি দেখতে ভাড়া করা প্রাইভেট কার নিয়ে হালিশহর বন্দরটিলা নেভী হাসপাতাল গেইট আসেন। আসার পর মোটরসাইকেলটি ট্রায়াল দিয়ে দেখার জন্য চালিয়ে নিয়ে যায়। দীর্ঘ সময় না আসলে প্রাইভেট কারের ড্রাইভারের কাছে তার সম্পর্কে জানতে চাইলে তাকে ভাড়া করে নিয়ে আসে বলে জানান। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা হয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরকে শনাক্ত করে ভোর রাতে বায়েজিদ ২নম্বর জালালাবাদ ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে আল মক্কাভবন হতে মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করি। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।