বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
৪ মে মঙ্গলবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ এ প্রতিষ্ঠানের অস্থায়ী ১০৪ জন শ্রমিক কর্মচারীরা করোনাকালীন ও রমজান মাসের এসময়ে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিস্ময় প্রকাশ করে বলেন, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের কারো কারো চাকরির বয়স ছয় থেকে আট বছর। কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই শ্রমিকদের চাকরীচ্যুত করা হয়েছে। যা খুবই দুঃখজনক।
একদিকে করোনার থাবা অন্যদিকে সামনে ঈদের আগে কোম্পানির এমন হটকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। চাকরি হারিয়ে আমরা এখন চোখে অন্ধকার দেখছি। কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বক্তারা অবিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন মেকানিকাল ফিটার মীর আহম্মেদ, নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম, অপারেটর আকবর, বয়লার অপারেটর জাহাঙ্গীর, নিরাপত্তা প্রহরী মো. মনির প্রমুখ।