চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ১২ সেপ্টেম্বর সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর পাহাড়তলীস্থ ঝাউতলা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলে খাবার তৈরী ও বিক্রির দায়ে আবু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর মোহরা কামাল বাজার, কাজীর হাট এলাকায় আরকান রোডের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।