চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর উদ্যোগে মহান স্বাধীনতার ৫১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২৬ মার্চ এক বিশাল শোভাযাত্রা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷
বন্দর কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন বন্দর কর্মচারী পরিষদের যুগ্ম সম্পাদক কাজী আবদুস সাদেক নান্না৷
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদের সহ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবদুস সাদেক নান্না বলেন, স্বাধীনতা দিবসের এই দিনটি আমাদেরকে সকল শোষণ ও অপশক্তির বিরুদ্ধে স্ফুলিঙ্গের মতো প্রতিবাদী হবার প্রেরণা জাগায়৷ তিনি সকলকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান৷
এসময় আরো উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম রনি,সবুজ শীল,জাহাঙীর আলম, জালাল উদ্দিন,নুরুল আলম বিপ্লব, মোরশেদুল হাসান,শেখ ফরিদ মিঠু,ফরিদুর রহমান, মনিরুল হুদা সিরাজী,রিপন চৌধুরী, মইন উদ্দিন,দিলীপ কুমার,রুপন ঘোষ, হাসান মাহমুদ, রিপন উদ্দিন,শাহ আলম,সাইফুল ইসলাম,ফরহাদ প্রমুখ।
শোভাযাত্রা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।