মৎস্য সম্পদ ধংস্বকারী বেহন্দি জালসহ সকল প্রকার অবৈধ জাল নির্মুলকরণে ৪ জানুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ ধাপে ৩০ দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক বিশেষ কম্বিং অপারেশন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৪ জানুয়ারি জেলা প্রশাসনের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বাংলাদেশ নৌ পুলিশ এর সমন্বয়ে উক্ত বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সার্কেল মিজানুর রহমান বলেন,কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগরে প্রচুর অবৈধ জাল দিয়ে জেলেরা মৎস্য আহরণ করে যা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। আজকের অভিযানে ২ টি অবৈধ জালবাহী ট্রলার মাঝিকে অবৈধ জাল দিয়ে মাছ ধরা ও জাটকা ইলিশ ধরার অপরাধে যথাক্রমে ২০০০ টাকা ও ৫০০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
পাশাপাশি জব্দকৃত ৪০ টি অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিলি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মু.মাহমুদ উল্লাহ মারুফ , অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ সুদিপ্ত সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, লে.কমান্ডার হামিদ,বানৌজা,লে.রওনক, কোস্টগার্ড প্রমুখ।