চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিস্থ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- দোয়া মাহফিল, কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট এস এম রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এডভোকেট রনি কুমার দে এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভার প্রারম্ভে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়া উদ্দিন জিয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট ইব্রাহিম চৌধুরী বাবুল,অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট আবু মোহাম্মদ হাসেম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশীদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অশোক দাশ, এডভোকেট চন্দন তালুকদার, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, এড কেশব নাথ, এড তসলিম উদ্দিন, এজিএস আব্দুল্লাহ আল মামুন, এড মইনুল চৌধুরী টিপু, এড পাপড়ি সুলতানা, পাঠাগার সম্পাদক এড নজরুল ইসলাম, কর আইনজীবী নেতা ফিরোজ ইফতেখার, এড সুজিত মহাজন, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, অর্থ সম্পাদক এড এস এম অহিদুল্লাহ, এড জুবাইদা সারোয়ার নিপা, এড জিকু বড়ুয়া, এড রাসেল সরকার, এড শুভাশিস শর্মা, এড রুবেল কুমার দেব অপু, এড রোকসানা আকতার, এড ফৌজিয়া আফরোজ, মোসাম্মাৎ নাসরিন, এড ফারজানা আকতার, এড টিপু শীল জয়দেব, এড তানজিলা মান্নান জুথি, এডভোকেট ইমরুল হক মেনন, এডভোকেট মেজবাহ উদ্দিন দোয়েল, এডভোকেট সালাউদ্দিন রিমু, এডভোকেট শুভ্রত শীল রাজু, এড এসকে আচার্য রুপেন, এডভোকেট মোহাম্মদ ওসমান, এড জাহিদুল ইসলাম, এডভোকেট ফাতেমা হেলনা, এডভোকেট এইচ আর নাজমী ডেভিড, এডভোকেট আরমান মহিদ্দিন, এড মোমেনুর রহমান, এডভোকেট কামরুল হাসান রাসেল, এড প্রকৃতি চৌধুরী, এড অজয় বোস, এডভোকেট রবিউল হোসেন, এড সুমন সুশীল, এডভোকেট রায়হান, এড জুয়েল চন্দ্র দাশ, এড গাজি ইরফান, এড মিঠুন বিশ্বাস, এড ফাহিম রাকিব, এড আমিনুল ইসলাম রানা, এডভোকেট সাদি ফরিদি, এড মোহাম্মদ তানিম, এডভোকেট পার্থ নন্দী, এড এস এম দিদার, এড তৌহিদুল ইসলাম, এড সাগর ধর, সঞ্জয় মহাজন, রাজীব ভট্টাচার্য, সৌরভ দাশ, এড শুভ আইচ, এহসানুল করিম, বেলাল উদ্দিন সাজু, এড ফয়েজ বাবর, এড শারমিন ইয়াসমিন নিশো, নাসির হোসেন, এড মাহের জাকিয়া আয়োন, রাজিব দেবনাথ, এড সুফল পাল, আবুল হাসনাত তালুকদার, জুলফিকার ঝুমকো, আকাশ দে, স্বরূপ বণিক, পংকজ মালাকার, সাফুয়ান সাফি, সোহেল আন্দালিব তন্ময় প্রমুখ।
কেক কাটা ও আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং সর্বশেষে স্থানীয় লালদিঘী মসজিদে ভাষা আন্দোলন থেকে শুরু করে, ছয়দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, সৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও জামাত শিবিরের হাতে শাহাদাৎ বরণকারী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে, বয়োজ্যেষ্ঠ অসুস্থ সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে এবং জননেত্রী শেখ হাসিনা ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।