দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৫ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ৩৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামী বছরের ৫ জানুয়ারি। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়ন হলো- শাকপুরা ইউনিয়ন, সারোয়াতলী ইউনিয়ন, পোপাদিয়া, শ্রীপুর-খরদ্বীপ, আমুচিয়া, করলডেঙ্গা ও চরণদ্বীপ ইউনিয়ন।
আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন হলো- বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমছড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া ও হাইলধর ইউনিয়ন। মামলাজনিত কারণে আনোয়ারা উপজেলার ১১ নং জুইদন্ডী ইউনিয়ন বাদ পড়েছে।
চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন হলো- কাঞ্চনাবাদ ইউনিয়ন, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, হাসিমপুর, খোপাছড়ি ও সাতবাড়িয়া।
খাগড়াছড়ি জেলা : এদিকে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে একই তারিখে। ইউনিয়নগুলো হলো-খাগড়াছড়ি ইউনিয়ন, কমলছড়ি, গোলাবাড়ি, পেরাছড়া ও ভাইবোনছড়া ইউনিয়ন।
বান্দরবান জেলা : বান্দরবান জেলার সদর উপজেলায় ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- কুহালং, সুয়ালক ও টংকাবতী। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।