চট্টগ্রামের দুটি ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে ৮৬টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়।২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

নমুনা পরীক্ষা বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত রোববার (২ আগস্ট) ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ৩জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন। এই দিনও কোনো রোগীর মৃত্যু হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।