চট্টগ্রামে আগামী ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকর হবে।রোববার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্ব চট্টগ্রাম মহানগর গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফভাড়া কার্যকর হবে। সরকারি, সাপ্তাহিক ছুটি ও শিক্ষার্থীদের মৌসুমী ছুটির সময় হাফভাড়া কার্যকর হবে না। হাফভাড়া শুধুমাত্র চট্টগ্রাম মহানগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাফ ভাড়া চালুর বিষয়ে সিদ্ধান্ত দিলাম। আশা করি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, চট্টগ্রামে গণপরিবহনে হাফ ভাড়া চালুর দাবিতে আমাদের ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা তা মেনে নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নয়, শ্রেণিকক্ষে থাকবে। তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা আশা করছি আমাদের ছাত্র-ছাত্রীরা এবার স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন।গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত আইডি কার্ড সাথে রাখতে হবে। তারা যেন আমাদের কোন বাস চালক বা হেল্পারের সাথে বাক-বিতণ্ডায় না জড়ান সে অনুরোধ করব। পাশাপাশি কোন গণপরিবহনের চালক বা সহযোগীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমরাই সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বাবুল, চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের মহাসচিব মো. জিয়াউদ্দিন শরীফ মিজান, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আহসান উল্ল্যাহ চৌধুরী, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহমেদ ও চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।