চট্টগ্রাম নগরীতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল থেকে জিইসি মোড়, টাইগার পাস মোড়, অলংকার মোড় ও সিমেন্ট ক্রসিং এলাকায় একযোগে ১২ হাজার ৬৮৮ জন সিএনজি অটোরিকশা চালকের নিবন্ধন সম্পন্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সেই সাথে ৪ হাজার ৮৬২ জন সিএনজি অটোরিকশা মালিকের নিবন্ধন শেষ হয়েছে।

জিইসি মোড়ে উপস্থিত ছিলেন, এডিসি ট্রাফিক কাজী হুমায়ুন রশিদ, সহকারী কমিশনার মমতাজ উদ্দিন, টিআই এডমিন সেলিমুর রহমান, পাঁচলাইশের টিআই মো. মঞ্জুর হোসেন।

এসময় টিআই মো. মঞ্জুর হোসেন বলেন, চালকের আইডি কার্ডটি সিএনজির ভিতরে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন। যাতে কোন যাত্রী চাইলে আইডি কার্ডের বারকোড স্ক্যান করে চালকের সকল তথ্য পেতে পারেন। মূলত চুরি ছিনতাই ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। আর এই মহৎ কাজটি এস আলম সার্ভিসের সৌজন্যে করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) একযোগে আড়াই হাজার সিএনজি অটোরিকশার সামনে বারকোড সম্বলিত স্টিকার লাগানো হয়। যাতে বারকোড স্ক্যান করলেই মালিকের সকল তথ্য পাবে জনসাধারণ। সকালে জিইসি মোড়ে চালকদের বারকোড সম্বলিত পরিচয় পত্র হস্তান্তর করেন ডিসি উত্তর (ট্রাফিক) জয়নাল আবেদীন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।