আওয়ামী লীগ সরকারের দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন যারা যুবলীগের থেকেও অপকর্ম, দুর্নীতি থেকে দূরে থেকেছে অর্থাৎ ‘ক্লিন ইমেজের ও সংগঠনের নেতাকর্মীদের জন্য দরদী তারাই আসবে যুবলীগের নেতৃত্বে। দীর্ঘ ৯ বছর পর খুব শীঘ্রই গঠন করা হবে বহু প্রতিক্ষিত ক্লিন ইমেজের যুবলীগের নতুন কমিটি। যুবলীগের নতুন নেতৃত্বে আগ্রহীদের দৌড়ঝাপে সরগরম রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবলীগের নতুন নেতৃত্বের জন্য আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন পর আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনে নতুন কমিটি গঠন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চট্টগ্রামের রাজনীতি সংশ্লিষ্টদের কাছে বেশ গুরুত্ব বহন করছে।
নতুন কমিটি ঘােষণার খবর পেয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ভাব বিরাজ করছে। পদ প্রত্যাশী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা কেউই বসে নেই যার যার মত করে কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মন্ত্রী-এমপি এবং নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে জোর তদ্বির চালিয়ে যাচ্ছেন।
যুবলীগের ত্যাগী,সৎ, দুর্নীতিমুক্ত ‘ক্লিন ইমেজের নেতাকর্মীদের দলে মূল্যয়ন করা হবে। যেখানে থাকবে না মাই ম্যানের দাপট। রাজনীতিক কর্মকাণ্ডে যারা সবসময় মাঠে-ময়দানে রয়েছে এমন নেতাদেরকেই এই কমিটিতে মূল্যায়ন করা হবে। এমন ঘোষণার পর পরই শুরু হয়েছে যুবলীগের নতুন নেতৃত্বে আগ্রহীদের দৌড়ঝাপ।
তবে যে সময় নগর যুবলীগ অনেকটা ঝিমিয়ে পড়েছিল, দলীয় তেমন কর্মকাণ্ড ছিল না , সেই সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু রাজপথে থেকে একের পর এক মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি চালিয়ে গেছেন দলীয় নানা কর্মসূচী যা এখনাে চলমান রয়েছে । বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন মূলক কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন সাধারণ জনগণের কাছে। বর্তমান সরকার শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তার স্বচ্ছ রাজনৈতিক কর্মকান্ডের কারণে তিনি নগরের প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে কর্মী তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন । শুধু তাই নই জাতীয় দূর্যোগ করােনাকালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণসহ চিকিৎসা সেবায় অসাধারণ ভূমিকা একজন সত্যিকারে মানবিক যুবলীগ নেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। নগর যুবলীগে সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী দেবাশীষ পাল দেবু কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য ছিলেন।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে আরো রয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম.আর, আজিম,ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুরঞ্জিত বড়ুয়া লাভু, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম আলম,নুরুল আনােয়ার, ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের সাজসজ্জা উপকমিটির সদস্য ফসিউল আলম রিয়াদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, মাে. ইলিয়াছ কুতুবী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গােলাম ছামদানী জনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, কমার্স কলেজ ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাজীব হাসান রাজন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মােহাম্মদ মহিউদ্দিন।
জানাযায় চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটির বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবারের কমিটিতে সৎ, ত্যাগী, দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজের নেতাকর্মীদের মূল্যয়ন করবেন। যেখানে থাকবে না মাই ম্যান। সারাদেশে যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার সিন্ধান্ত নিয়েছে যুবলীগের চেয়ারম্যান । যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের দিয়ে প্রতিটি কমিটি সাজানাের পরিকল্পনা নিয়েছেন কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃত্বে পরিবর্তন আসবে ।