চট্টগ্রামে শুক্রবার (১০ ডিসেম্বর) বেলুন উড়িয়ে কেএসআরএম গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান।
ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৭ম কেএসারএম গলফ টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. জেনারেল এসএম মতিউর রহমান।
এসময় এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম, কেএসআরএমের জিএম (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, সিনিয়র জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. জসিম উদ্দিন, জিএম (একাউন্টস) নুরুল হুদা সিদ্দিকী, সিনিয়র অফিসার (ব্রান্ড) মিজান-উল-হক ও কেএআরএমের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, টানা ৭ম বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করায় আমি আনন্দিত। এই ধরনের গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তিনি কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
কেএসআরএমের পক্ষ থেকে মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংসের জিএম লে. কর্নেল (অব.) আশফাকুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি ও টুনার্মেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং কেএসআরএম সম্পর্কে বক্তব্য তুলে ধরে এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।