বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ২৫ এপ্রিল বিকাল ৩ টায় নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাতালগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিলানায়তনে ২০০ অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে চাল, পেয়াজ,চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

যুবলীগ নেতা জিৎ কর বাবুর সভাপতিত্বে ও মোঃমহিউদ্দীনের পরিচালনায় এময় আরোও বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন , সাধারণ সপাদক আনসারুল্ হক,সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, ইমতিয়াজ আহমেদ বাবলা, শিল্পী বড়ুয়া,অভিক দাশ গুপ্ত,মিঠুন চক্রবর্ত্তী, সাজিবুল ইসলাম সজীব, মাকসুদুর রহমান,মাকসুদ জামিল মারুফ, মুজিবুর রহমান রাসেল, রাসেল হোসেন বাবু, মোঃসুমন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান মামুন হোসেন আবির প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।