চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন বড়মিয়া মসজিদ এলাকায় চাটঁগার সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক লায়ন এস বি জীবনের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

জানাযায় সাংবাদিক লায়ন এস বি জীবন চকবাজার এলাকার ডাঃ কমরুল আলম বিল্ডিংয়ের ৫ম তলার একটি ফ্ল্যাট বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

গত মঙ্গলবার দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে ফ্ল্যাটের দরজার তালা কেটে বাসায় ঢুকে আলমারি, ওয়ারড্রব ও সোকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, প্রাইজবন্ড ও কাপড়চোপরসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।

এ ঘটনায় ভুক্তভোগী চকবাজার মডেল থানায় অভিযোগ করলে পুলিশের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার বা চুরির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছেন থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপত্তার প্রয়োজনে সিসি ক্যামরা খুবই প্রয়োজন।
সিসি ক্যামেরা না থাকায় অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার কোন সুযোগ হবে কিনা সেটাও অনিশ্চিত।এই এলাকায় প্রায় সময়ে বিভিন্ন অপরাধ মূলক ঘটনা ঘটলেও সিসি ক্যামরা না থাকায় দুধর্ষ চুরির এই ঘটনায় এখনো পর্যন্ত অধরা থেকে গেলো অপরাধীরা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন এভাবে চুরির ঘটনা ঘটলে বেড়ে যাবে অপরাধ প্রবনতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।