বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেছেন, “ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না। গৃহকর কীভাবে আদায় হবে সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র নির্ধারণ করেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করে সেটাই মেয়রকে পালন করতে হয়। প্রয়োজনে জন দুর্ভোগ লাঘবে মেয়রকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে গৃহকর এর বিষয়টি সুরাহার জন্য। কিন্তু তা না করে, মেয়রকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তাদের সেই অপচেষ্টা সফল হতে দেয়া হবে না।”চসিক মেয়রকে কটূক্তির প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন।

বিক্ষোভ মিছিল নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে ৩ নম্বর জেটি ফকির হাট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ মোড়ে এসে যুবলীগ নেতা আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুনিরুল হক মনিরের সঞ্চালনায় সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নূরন্নবী পারভেজ,রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিক, ,ইমতিয়াজ বাবলা,ফরহাদ আব্দুলাহ,সাজ্জাদ আলী জুয়েল, কাজী মোঃআরিফ,সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, শাহজাহান বাপ্পি,মোঃ আমির হোসেন,জহির রায়হান, এমরান হোসেন,কোরবান আলী আজাদ, যুবায়ের হোসেন অভি,সাজিবুল ইসলাম সজীব, হোসেন আহম্মদ কিরন,জুয়েল,টিপু,মনির,রমজান আলী, মোঃ হানিফ আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান বাপ্পী,জুয়েল দাশ,মোঃ রাশেদ,আলী নুর,রিয়াজুনবী রাহী,মোঃ আরমান, তানভীর বিন হাসান,

মোঃ শোয়েব,মোস্তফা মামুন ভূঁইয়া,নুর এলাহী সানি,মোঃ দিদার রিপন বিশ্বাস,মোঃ রোকনউদ্দিন মোমিনুল হক মাসুম, মোঃ আরাফাত,আব্দুল মমিন রাজু মোঃ সোহেল,মাকসুদুর রহমান,তারিকুল , মোঃ মাসুম,আলাউদ্দিন সোহেল হৃদয় কুমার দাশ,আব্দুলাহ্ আল মামুন,নাজমুল হক নোমান,নুর ইসলাম রিয়াদ,বাপ্পি,দেলোয়ার নাজিম,রাশেদুল ইসলাম ইমু ,তানজিম উদ্দিন,নজরুল ইসলাম বিপ্লব,মোঃ রিমেল আকবর জুয়েল,সৈয়দ সুলতান,ইফতেখার উদ্দিন ইফতি, আবিদ হাসান, সৌরেন বড়ুয়া রিও, হারুন রশীদ সামিউল,কৌশিক রায়,সাইফুল,নজরুল ইসলাম টিপু, রবি, রাহাত,টিপু,রেহমান রাব্বি,আকবর,মোঃ মানিক, সাইফুল ইসলাম তুহিন মোঃ ইসমাঈল,নবী,সাকিব আরাফাত, জনি, অভি,জাহেদ,দিপুঅজিত,কামরুল,রাকিব,জাহেদ শাবুদ্দিন সাবু,রাজা শাহ্,তানিম,সানি,সাদ্দাম, শামসু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।