পতেঙ্গায় এলাকার বিভিন্ন স্থানে সকালে কিংবা বিকেলে কখনো স্কুলের মাঠে আবার কখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিশু -কিশোর ও যুবকদের নিয়ে ফরিদ ফুটবল একাডেমির ফুটবল প্রশিক্ষণ যে কোনো কারো চোখে পরার মত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধিত পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি ফুটবল খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে ২০১০ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ফরিদ ফুটবল একাডেমিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০০ জন।
ফরিদ ফুটবল একাডেমির কর্ণধার মোঃ ফরিদ উদ্দিন ইতোমধ্যে লেভেল ওয়ান সার্টিফিকেট প্রাপ্ত এ এফ সি C লাইসেন্স,এ এফ সি B লাইসেন্স ,এ এফ সি D লাইসেন্স প্রাপ্ত হয়েছেন। পতেঙ্গায় ফরিদ ফুটবল একাডেমির লক্ষ্য বাংলাদেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি একদিন বাংলাদেশের বড় ক্লাবে কোচিং করানো। খেলাধুলার মাধ্যমে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমিকে সারা বাংলাদেশে পরিচিত করানো।
একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খুদে খেলোয়াড়েরাই একদিন দেশ-বিদেশে পতেঙ্গার নাম ছড়িয়ে দেবে। ক্রমান্বয়ে নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে। মাদক বা সন্ত্রাসের পথে পা বাড়াবে না। তবে পতেঙ্গা এলাকায় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও খেলাধুলার জন্য একটি মাঠের খুবই প্রয়োজন।
একাডেমির যাত্রা শুরুর পর থেকেই প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়েরা ঢাকায় বি.পি.এল, বি. সি. এল, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, পাইওনিয়ার ফুটবল লিগ সহ চট্টগ্রামের দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ চট্টগ্রাম পাইওনিয়ার ফুটবল লিগ এবং বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট খেলোয়াড়দের পদচারণা রয়েছে। ইতিমধ্যে ফরিদ ফুটবল একাডেমী বাফুফে নিবন্ধিত এবং পূর্ণাঙ্গ একাডেমীর স্বীকৃতি পেয়েছে। আশা করি একদিন এখানে প্রশিক্ষণ নেওয়া অনেকেই জাতীয় পর্যায়ের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে মনে করেন ফরিদ ফুটবল একাডেমির কর্ণধার মোঃ ফরিদ উদ্দিন।