খুলশীতে নিখোঁজের ৩ দিন পর পশ্চিম জালালাবাদ আবাসিক এলাকার পাহাড় থেকে মো. রাসেল নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।
মো. রাসেল (১৩) জালালাবাদ হাউজিং সোসাইটির বালুরপাড় প্রিন্স কলোনির হুমায়ূন কবিরের ছেলে। জানা যায়, গত ৩১ জুলাই বাসা থেকে বের হয়ে আর না ফেরায় খোঁজাখুঁজি করে রাসেলের পরিবার। পরে তার বাবা খুলশী থানায় রোববার (২ আগস্ট) সাধারণ ডায়েরি করেন
সোমবার (৩ আগস্ট) পাহাড়ের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। পুলিশ রাত সাড়ে আটটার দিকে মরদেহটি উদ্ধার করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুলছাত্র রাসেলের পরিবার মরদেহ শনাক্ত করেছে। এই মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।