কাট্টলীয়ান কতৃক আয়োজিত ৩য় বারের মত বৃহৎ পরিসরে আয়োজিত দোল পূর্ণিমা উৎসব ১৮ মার্চ শুক্রবার সকালে ঋত্বিক দাশ সানির সঞ্চালনায়
অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা।
বিশেষ অতিথি ছিলেন উত্তর কাট্টলী সার্বজনীন মহাশশ্মানের সভাপতি সুভাষ দাশ, উত্তর কাট্টলী ১০ নং ওয়ার্ডের পঞ্চায়েত চেয়ারম্যান সুভাষ চন্দ্র দে, সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী।
অনুষ্ঠানে টিশার্ট বিতরণ,দোল উৎসব, খেলাধুলার মধ্যে হাড়ি ভাঙা, র্যাফেল ড্র ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির কৃষাণ শীল,প্রীতম পাল,জয় দে,অভি দে,হৃদয় শিকদার,টিটু সরকার, সুব্রত দাশ,হৃদয় দেবনাথসহ কমিটির নেতৃবৃন্দ।