কাটগড় জেলে পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বাগীশিক এর আলোচনা সভা ও গীতা স্কুল উদ্বোধন ২৩ জুন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

বাগীশিক পতেঙ্গা থানা কমিটির সহ সভাপতি বিশুদেব শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক বনগোপাল চৌধুরী।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,উদ্বোধক ছিলেন, লায়ন শ্রী মানিক রতন শর্মা।
প্রধান বক্তা প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথি উত্তম শীল, রিটন সূত্রধর ।

এসময় আরো উপস্থিত ছিলেন,বাগীশিক পতেঙ্গা থানার সহ সাধারণ সম্পাদক রিপন দাশ,সাংগঠনিক সম্পাদক – মিলন দাশ,অর্থ সম্পাদক – এড. অন্তু মহাজন রাজু,বাজুস নেতা সত্য ধর,কাটগড় জেলে পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি সোনা বাবু জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল জলদাস,পান্না জলদাস, কিরন জলদাস,কাঞ্চন জলদাস,রানা জলদাস,বাপ্পি জলদাস,গৌরাঙ্গ জলদাস প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।