নগরের পতেঙ্গা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন(চসিক)। এসময় রাস্তা, ফুটপাত ও নালার জায়গা দখল করে প্রতিষ্ঠানের মালামাল রেখে সর্ব সাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্ঠির দায়ে ১৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১০ জানুয়ারী) পতেঙ্গা ষ্টীলমিল বাজার হতে কাটগড় পর্যন্ত সড়কের উভয় পাশে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা। তিনি বলেন, আজ (মঙ্গলবার) নগরের পতেঙ্গা ষ্টীলমিল-কাটগড় সড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় রাস্তা, ফুটপাত ও নালা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠির দায়ে ১৫ ব্যবসায়ীকে ৪৫ হাজার ৫‘শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।