শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাটগড় জেলে পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে ৬ অক্টোবর সকাল ১১ টায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ভাগিনা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ- সমবায় ও সাংগঠনিক সম্পাদক মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন চৌধুরী।
মোবাশ্বিরা ফাউন্ডেশনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাংবাদিক এস কে সাগর, মন্দির কমিটি ও উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ,ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সানি, এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শ্যামল দাশ,অর্থ সম্পাদক শ্রী ধাম দাশ, সদস্য পান্না দাশ,মন্টু দাশ,কিরন দাশ,রবীন্দ্র দাশ,নিতায় দাশ,বিকাশ, মন্দিরের পুরোহিত মিন্টু শর্মা প্রমুখ। মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বিণামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সারা বছর জুড়ে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি, কম্বল বিতরণ, ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড।