সিএমপি’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন করোনায় আক্রান্ত হয়েছেন। গত (১ আগস্ট) থেকে টানা ৪ দিনে জ্বর থাকার কারণে গত মঙ্গলবার (৪ আগস্ট) দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। বুধবার বিকেলে ল্যাব থেকে মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে তাকে। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে আছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান,এ পর্যন্ত কোতোয়ালী থানায় কর্মরত ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও বর্তমানে সবাই সুস্থ। সবাই সুস্থ হওয়ার পর এখন আমি নিজেই আক্রান্ত । এ কয়দিনে য়ারা তার সংস্পর্শে আসছে তাদের তালিকা করে কোয়ারেন্টাইনে রাখা হবে। অসমাপ্ত কাজগুলো শেষ করতে সবার ভালোবাসা আর দোয়াই আবারও সুস্থ হয়ে কাজে ফিরতে চাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।