চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী’র বিরুদ্ধে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার অশালীন ও মানহানিকর বক্তব্য প্রদান করার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর সোমবার নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ও পাথরঘাটা ওয়ার্ডে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌধুরী সেলিম ও পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবক লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারন অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা অশালীন ও অবমাননাকর। সিটি মেয়র ৭০ লক্ষ জনগণের অভিভাবক প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তাঁকে উদ্দেশ্য করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তাতে আমরা মর্মাহত হয়েছি। নুরুল আবছারে এধরণের উদ্ধার্তপূর্ণ আচরনের জবাব জনগন দিবে। বক্তাগণ এধরণের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ সহ করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।