নগরের ডবলমুরিং থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার গভীর রাতে চৌমুহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, দুজনকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের গন্তব্য জানতে চায়। তারা পুলিশকে ওষুধ কিনতে যাওয়ার কথা জানায়। পুলিশের সন্দেহ হলে কৌশলে তাদের পিছু নিয়ে চৌমুহনী নাজিরপুল কলাবাগান গলির ভিতরে শাহ আলমের আলমিরার কারখানায় একটি জুয়ার আসরে তাদের পাওয়া যায়। সেখান থেকেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃত জুয়ারিরা সবাই নিম্ন আয়ের মানুষ। প্রত্যেকেরই দৈনিক আয় ৩০০ থেকে ৫০০। তারা আয় করেই এখানে বসে জুয়া খেলে। লকডাউনে চলাচলে বিধিনিষেধ থাকায় তাদের কিছুটা সমস্যা হচ্ছিল। তাই ওষুধ কেনার অজুহাতে জুয়া খেলতে বেরিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মান্নান (২৭), মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো. জাহাঙ্গীর হোসেস (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর (৪৭), মো. কামাল (৩৮) ও মো. সুমন (২৯)।