চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান’র দুছাত্রীর মোবাইল ছিনিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করছে ট্রাফিক সার্জেন্ট।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নগরের কোতোয়ালী থানাধীন ফলমণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ছিনতাইকারীকে আটক করেন। তিনি নগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত।

আটক ছিনতাকারীর নাম শরীফ (২০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মো. বাহারের ছেলে।

সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুশিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমণ্ডি এলাকায় এলে তাদের গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে শরীফ নামে এক ছিনতাকারী। এসময় দুশিক্ষার্থীর চিৎকার শুনে আমি এগিয়ে যাই।

তিনি বলেন, ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করি এবং ছিনিয়ে নেওয়া মোবাইল উদ্ধার করি। পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।