বড়পোল ও হালিশহর থানা ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় ২৪ অক্টোবর বিকেল ৬ টায় বন্দর পোর্ট কলোনী এলাকায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
প্রধান বক্তা ছিলেন,বন্দর কর্মচারী পরিষদের সাধারন সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক।
এসময় আরো উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক কাজী মোঃ আরিফ, যুবনেতা সোহেল রানা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েল।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আরমান,ইয়ং বয়েজের সভাপতি মোঃ সোহেল,সাবেক সভাপতি মোঃ মাসুদ একতা সংঘের সভাপতি রমজান আলী ও সাধারন সম্পাদক মোঃ মাসুম, সংগঠক মোঃ সেলিম, ছাত্র সংগঠত ইয়াসিন মজুমদার বাবু ও ছাত্রনেতা মোঃ সিহাব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, একজন আদর্শবান নেতা হতে গেলে নিজেকে একজন যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে একজন নেতাকে সৎ ও আত্মসচেতন হতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে সমাজের কুসংস্কার ও সামাজিক অনাচারকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে সমাজ। আর নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের। প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলনেরও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।