নগরীর ইপিজেড এলাকায় ঈদের দিনেও থেমে নেই ইপিজেড থানা পুলিশের মানবিক কার্যক্রম। জাতীয় দূর্যোগ করোনা কালীন পরিস্থিতির মধ্যে মানুষ যেন স্বাস্থ্যবিধি উপেক্ষা না করে,ঈদ উপলক্ষে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ করছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে শুক্রবার(১৪ মে) ইপিজেড থানা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তার নেতৃত্বে নানা শ্রেণী পেশার মনেুষের মাঝে ঈদ উপহার হিসেবে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, বিশ্বব্যাপী করোনাভাইরাসের এ মহামারীতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের ছুটিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে ইপিজেড থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানুষকে সচেতন করতে ঈদ উপহার হিসেবে মাস্ক বিতরণ করার উদ্যোগ নিয়েছি।

করোনা প্রতিরোধে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করা খুবই জরুরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।