চট্টগ্রামের ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এই প্রথম চট্টগ্রাম নগরের একটি থানা ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়েছে।
রোববার (২৫জুন) সকালে ইপিজেড থানার নারিকেলতলা রেইনবো কমিউনিটি সেন্টারে সম্মেলনের অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীনের স্বাক্ষরিত তিন বছর মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের পর তালিকা প্রকাশ করা হয়।
এসময় হাজী মো. সুলতান নাছির উদ্দিনকে ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি ও মো. সেলিম আফজলকে সাধারণ সম্পাদক করে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়।
এদিকে অনুষ্ঠানে একই সময়ে চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন বছর মেয়াদের ৬৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে হাজী মো. আসলামকে সভাপতি ও হাজী জিয়াউল হক সুমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
জানা গেছে, নতুন ইপিজেড থানা কমিটিতে ৯ জনকে সহসভাপতি পদে রাখা হয়েছে। তারা হলেন, মো. আবু তাহের, এ টি এম শামসুল আলম, মো. আকতার হামিদ, মো. ফরিদ আহমদ বাবর, মো. শরীফ, মো. মোতাহের হোসেন, মো. আজম, মো. মাহবুবুল হক ও মো. জহুরুল আলম।

দুইজনকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে। তারা হলেন, মো. জাকের আহমদ খোকন ও মো. ফসিউল আলম। এই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক এড. মো. শামসুল আলম, কৃষি ও সমবায় সম্পাদক মো. ইসহাক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবু তালেব ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আনিছ রাখা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুর রউফ, মো. কামাল উদ্দিন মঞ্জু ও মো. আলাউদ্দিন ফারুককে রাখা হয়েছে।
কমিটিতে দপ্তর সম্পাদক মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন, ধর্ম বিষয় সম্পাদক মো. আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ, বন ও পরিবেশ মো. আইয়ুব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল কাদের, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. সৈয়দ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. নুরুল বশর, শ্রম বিষয়ক সম্পাদক মো. মহসিন চৌধুরী, সাংস্কৃতি সম্পাদক মো. নুরুজ্জামান, স্বাস্থ ও জনসংখ্যা সম্পাদক ডা. মো. হোসেন আহমদ, সহ দপ্তর সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর ও মো. নান্নু মিয়া সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এদিকে ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটিতে সাতজন সহসভাপতি, লোকমান হাকিম, মো. হারুন অর রশিদ ও মো. মামুনউজ্জামানকে যুগ্ন সাধারণ পদে রাখা হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল কোষাধক্ষ মো. মনজুর আলম, আইন বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন চৌধুরী তপু, কৃষি ও সমবায় সম্পাদক মো. জাহিদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আজাদ হোসেন রাসেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মনির, ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল করিম রুশদী, মহিলা বিষয়ক সম্পাক জুলেখা বেগম, বন ও পরিবেশ সম্পাদক মো. জাহাঙ্গীর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. শাহাদাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কলিম উল্লাহ, যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. আইয়ুব সহ মোট ৬৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদের কমিটি গঠন দেয়া হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহতাব উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন। ইপিজেড থানা আওয়ামী লীগের আহবয়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংসদীয় কমিটির হুইপ সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আব্দুল লতিফ প্রমুখ।