ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুর ও ভাষ্কর্য ভাংচুরের ইন্দনদাতাদের আইনের আওতায় আনার দাবিতে ১৩ ডিসেম্বর বিকাল ৩ টায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, নারী নেত্রী রোকসানা বেগম, নাছিমা বেগম, নাছিমা আক্তার, রোমানা আক্তার রুমা, রোজী আক্তার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন,ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।