মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায়, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক উপ- সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুনের তত্ত্বাবধানে এবং ডাঃ হোসেন আহম্মদের আয়োজনে ও সভাপতিত্বে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা ও বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ জুলাই বিকেল ৪ টায় ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ এল এ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, উপ- পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু, দেবাশীষ দেব নাথ, মো. হেলাল উদ্দিন, সুজিত দাস ,আজাদ খান অভি ,শারমিন ফারুক সুলতানা,সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মুকসুদ আলী, হুমায়ুন কবির আজাদ,ডাক্তার সোলায়মান,ডাক্তার উপল চাকমা, ডাক্তার রকিব, ডাঃ আকিল, ডাঃ হাদি, , ডাক্তার ইসরাতুন নাহার, ডাঃ শুভ চৌধুরী,ডাঃমুনতাসির, ডাঃ তম্ময়, ডাঃ ফারহান, সাউদার্ন মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের আজিজুল,সরোজ ,মুনির, সাকিব ,দীপঙ্কর ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা আলাউদ্দিন ফারুক,সাহাদাত, রাব্বি, আজিজ, আব্বাস ,বাবলু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।