নগরীর ইপিজেডে একাধিক প্রতারণা মামলার আসামী ও রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’র চেয়ারম্যান মুজিবুর রহমানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারী) দিবাগত রাতে ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।

গ্রেফতারকৃত মুজিবুর রহমান পটুয়াখালীর কলাপাড়ার বায়াতিবাড়ীর মৃত আমজাদ আলীর ছেলে। সে নগরীর ইপিজেড এলাকার বিতর্কিত রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও রূপসা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মুজিবসহ কয়েকজনের বিরুদ্ধে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে প্রায় ৮ হাজার গার্মেন্টস শ্রমিকের ৪ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ইপিজেড থানায় করা একটি প্রতারণা মামলায় গতরাতে মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইপিজেড থানা ও আদালতে বেশ কয়েকটি প্রতারণা মামলাও রয়েছে। এসব মামলায় সে জামিনে থাকলেও ইপিজেড থানার অপর একটি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারী) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।