ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড ‘র সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে সিন্ডিকেট চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব

বেশি মুনাফা লাভের আশায় রমজান মাসকে সামনে রেখে অবৈধভাবে সয়াবিন তেল, চিনি ও ডাল মজুদের অপরাধে সিন্ডিকেট চক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৫০০ কেজি ডাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার মো.জসিম সওদাগরের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো.জসিম সওদাগর, নুরুল্লাহ এবং মো.রাশেদ।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার বলেন, নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় একটি সিন্ডিকেট অবৈধভাবে টিবিসির পণ্য মজুদ করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। পরে ওই গুদাম থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৫০০ কেজি ডাল উদ্ধার করি।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত পণ্যগুলো টিসিবির না। মূলত তারা রমজান মাসকে সামনে রেখে বেশি মুনাফার আশায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কম মূল্যে পণ্য সংগ্রহ করে মজুদ করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।