ইপিজেডে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট যোহরের নামাজের পর ফ্রিডম ব্লাড ব্যাংকের উদ্যোগে হাজী বশির আহম্মেদ মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করার পাশাপাশি বিকাল ৫ টায় ফ্রিডম ব্লাড ব্যাংকের নেতৃবৃন্দ নিজস্ব কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় ফ্রিডম ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ডাঃ হোসেন আহম্মেদের পরিচালনায় এক মিনিট নিরবতা পালন ও করোনাকালীন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্টা খান মোঃ সাইফুল, শেখ মোঃ আলাউদ্দিন ফারুক,ফ্রিডম ব্লাড ব্যাংকের সভাপতি নুর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,অর্থ-সম্পাদক গোলাম রাব্বি,কার্যকরী সদস্য আল-সাজ্জাদ আবির,অন্তুু দাশ,রাফি সহ ফ্রিডম ব্লাড ব্যাংকের সদস্যগণ। আলোচনা সভার সঞ্চলনা করেন ফ্রিডম ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়।