
নগরীর ইপিজেড এলাকায় গত ২১ এপ্রিল রাত সাড়ে ১১টায় আকমল আলী রোডের খালপাড় থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় সোহাগ সরদার (৩৭) নামে এক যুবককে আটক করে ইপিজেড থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। এসময় চাঁদাবাজির ৪ হাজার ২৫০ টাকা জব্দ করেছে পুলিশ।
সোহাগ সরদার ঝালকাঠি জেলা সদর থানার রমজানকাঠি গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি ইপিজেডের নব্বই কলোনির বাসিন্দা। আটকের পর সোহাগ নিজেকে ‘দৈনিক সংবাদে আমরা’ নামের একটি অনলাইন পত্রিকার বিশেষ প্রতিনিধির পরিচয় দেন।

উল্লেখ্য এর আগেও ২০১৯ সালের ৪ জুলাই নিজেকে ৭১ বাংলা টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ২৫০ পিস ইয়াবাসহ পিরোজপুরে আটক হন সোহাগ সরদার।
ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, সোহাগ দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে আসছে।
তিনি আরও বলেন, ইপিজেড থানাধীন এলাকায় যারা ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে নানাভাবে চাঁদা দাবি ও আদায় করছে। আমরা তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।